গরম কিংবা শীতে আমাদের চুলের যত্নে এই বিশেষ প্রোটিন ট্রিটমেন্টটি আমাদের সবসময় প্রয়োজন । আমাদের বাহ্যিক সৌন্দর্য বাড়াতে আমরা অনেক সময় চুলের রিবন্ডিং করে থাকি। কিন্তু রিবন্ডিং করার পরে সঠিক যত্নের অভাবে আমাদের সাধের চুল গুলো পড়তে শুরু করে । এছাড়াও আমাদের অনেকেরই চুলে প্রোটিন ও সঠিক যত্নের অভাবে চুল পড়ে , চুলের আগা ফেটে যায় চুল ভঙ্গুর ও নিষ্প্রাণ হয়ে যায় । এইটি ব্যাবহার করলে আপনার চুল পড়া কমবে ৯০%। চুলের রুক্ষতা দূর করবে। মাথার স্কাল্প এর তৈলাক্ত ভাব ও খুস্কি দূর করবে। এইএই সব সমস্যা থেকে কিন্তু আমরা সহজেই একটি ঘরোয়া প্যাক ব্যাবহার করে মুক্তি পেতে পারি। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করব এই বিশেষ প্যাকটি ।
উপকরন
সিরিয়াল নং | উপকরন | পরিমাণ |
১ | শুকনা আমলকী | ৪ চা চামচ |
২ | মেথি | ৪ চা চামচ |
৩ | পাকা কলা | ১ টা (ছোট) |
৪ | টক দই | ৩ চা চামচ |
৫ | ডিম | ১ টা |
চুলের পরিমাপ অনুযায়ী এর পরিমাণ কম বা বেশী হতে পারে ।
প্রস্তুত প্রণালী ব্যবহার বিধি –
আমলকী ও মেথি সারারাত পানিতে ভিজিয়ে সকালে বেটে অথবা ব্লেন্ডার করে নিতে হবে । তারপর এই পেস্ট এর সাথে ডিম, কলা, টক দই , একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে । খেয়াল রাখতে হবে সব গুলু ঊপকরন যেন ভালো ভাবে মিশে । এই প্যাকটি মাথায় লাগানোর আগে অবশই উষ্ণ গরম তৈল মাথায় লাগিয়ে ৩০ মিনিট পর প্যাকটি লাগাবেন । প্যাকটি লাগিয়ে ১ ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।