সবধরনের ত্বকের জন্যই হারবাল ফেসিয়াল Herbal facial বেশ কার্যকর । এই ফেসিয়াল নিয়মিত ব্যবহারে ত্বকের বলি রেখা চোখের নিচের কালো দাগ দূর করে । ত্বককে করে তুলে টান টান নরম ও মুলায়েম । তবে মনে রাখবেন এই হারবাল ফেসিয়াল Herbal facial মাসে একবারের বেশী ব্যবহার করা যাবে না । হারবাল ফেসিয়াল Herbal facial করতে যা যা লাগবে ।
উপকরণ
- নিম গাছের ছাল
- হারবাল cleangin milk
- herbal aurbed message cream
- গরম পানি
- স্ক্রাব
- হারবাল মাস্ক
- শশা
প্রস্তুত ও ব্যবহার প্রণালী
নিম গাছের ছাল ছোট ছোট করে পরিমাণ মতো কেটে, ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিবো । পানির রঙ লাল বর্ণ ধারন করলে তা চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিবো। ঠাণ্ডা হয়ে গেলে একটি তুলার বলের সাহায্যে মুখে লাগিয়ে পরিস্কার করে নিবো। এরপর cleangin milk দিয়ে পাঁচ মিনিট মেসাজ করে মুছে ফেলব। এবার মেসাজ ক্রিম দিয়ে ১০ মিনিট মাসাজ করবো।
স্ক্রাব দিয়ে ৫ মিনিট মেসাজ করে ৫ মিনিট পর মুখটা মুছে ফেলব।
গরম পানির ভাপ নিবো যাদের ব্রন বা ব্ল্যাক হেডস আছে ব্রন গলিয়ে ব্ল্যাক হেডস উঠিয়ে নিবেন। এরপর আবার নিম গাছের ছালের রস তুলো দিয়ে মুখে লাগিয়ে নিবেন।
এবার মাস্ক লাগিয়ে ১০/১৫ মিনিট অপেক্ষা করবো। এই ভাবে নিয়মিত ব্যবহারে ত্বকের লাবণ্য থাকবে দীর্ঘা দিন ।
Awesome
Awesome