মুখের সৌন্দর্য ফিরাতে ও মুখের উজ্জ্বলতা বাড়াতে আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদের জানাবো, কিভাবে একাবারে সিম্পল ভাবে মুখের উজ্জ্বলতা বাড়াবেন। চলুন দেখে নেই ত্বক ভালো রেখ, কিভাবে মুখের উজ্জ্বলতা বাড়াবেন। এই প্যাকটা মূলত যাদের ত্বক শুষ্ক তাঁদের মুখের জন্য খুবই কার্যকরী ।
উপকরণ
- কফি
- মধু
- পাকা টমেটো
ব্যবহার প্রণালী
প্রথমে আমরা একটি ভালো ব্রান্ডের ক্লিনযার দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিবো। কফি, মধু, পাকা টমেটো একসাথে ভালো করে মিক্স করে নিবো। এবার মুখে একটু লাগিয়ে নিয়ে ১৫ মিনিট অপেক্ষা করবো । এখন পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলব। সবশেষে যেকোনো moisturizer cream লাগিয়ে নিবো।