মুখ ফর্সা ও দাগহীন রাখতে আলুর ফেইস প্যাক বেশ উপকারী । আলুর রস চোখের নিচের কালো দাগ দূর করে।মুখের ছোপ ছোপ কালো দাগ ও ব্রনের দাগ দূর করতে বেশ কার্যকরী । সেই সাথে ত্বককে করে তুলে দীপ্তিময় ও প্রানবন্ত । কীভাবে তৈরি করবেন এই কার্যকরী প্যাক ? আসুন যেনে নেই বিস্তারিত।
উপাদান
- একটি বড় আলু
- মুলতানি মাটি ২ চামচ
- লেবুর রস ১/২ চামচ
- মধু ২ চামচ
- গোলাপ জল ২ চামচ
ব্যবহার প্রণালী
আলু ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিবো। এখন ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে নিবো। এরপর সব উপকরণ একসাথে মিক্সড করব। হাতে আঙ্গুলে নিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করবো। ২০ মিনিট পর ধুয়ে ফেলব। মুখ মুছে নিয়ে স্নো লাগিয়ে নিবো।
যদি এই টিপস গুলো ভালো লেগে থাকে অথবা যদি আপনাদের কোন পরামর্শ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।