ফেয়ার পলিশ Fair Polish ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে। ফেয়ার পলিশ Fair Polish করলে ত্বক গ্লেসি ও পশম গোল্ডেন করে। বিশেষ করে বিয়ের আগে আমরা নিজেকে ফর্সা করে তুলতে চাই । এই জন্য আমরা পার্লার এ গিয়ে ফেয়ার পলিশ Fair polish করে থাকি। এই ফেয়ার পলিশ Fair Polish আমরা খুব সহজেই ঘরে বসে করতে পারি। আসুন যেনে নেই কীভাবে ঘরে বসে ফেয়ার পলিশ Fair polish করবো।
উপকরণ
- ডেভেলপার প্রয়োজন মতো
- ব্লন্ডার (ডেভেলপার যা নিবেন তার ৪/১ নিবেন ব্লন্ডার)
- ১টি ডিমের সাদা অংশ
- গোলাপ জল ২ চামচ
- মুলতানি মাটি ২ চামচ
- চন্দন ২ চামচ
ব্যবহার
একটি বাটিতে উপরের সব উপকরণ একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিবো। ৫ মিনিট রেখে দিবো। ৫ মিনিট পর মুখে, হাতে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করবো। ১৫ মিনিট পর ধুয়ে ফেলব। ব্যাস পেয়ে গেলাম ধব ধবে সাদা ফর্সা উজ্জ্বল মুখ ও হাত। আমরা এইটা প্রতি ৩ মাস অন্তর অন্তর করতে পারব।