গরম কাল আসলেই রোদে পোড়া ত্বক একটি কমন সমস্যা হয়ে দাঁড়ায় । যা কিছু লাগিয়ে বাহিরে যাই না কেন সূর্যের সরাসরি আলো পড়লে ত্বক পুড়বেই । মিশ্র ত্বকের জন্য টমেটো ও জলপাই এর মিশ্রণ খুব ভালো কাজ করে । কারণ টমেটো Astringent হিসাবে কাজ করে ,যা ব্ল্যাক হেডস ও ত্বকের তেল কন্ট্রোল এজেন্ট হিসাবে ও কাজ করে । আর জলপাই ত্বক এর এন্টিসেপটিক ও ময়েশ্চারাইজার এর ঘাটতি পূরণ করে ।
উপকরণ
- টমেটো পেস্ট পরিমাণ মতো
- জলপাই পেস্ট পরিমাণ মতো
টমেটো ও জলপাই এর ঘন প্যাক তৈরি করে ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে ।