এই চুল পরা সমস্যা বড় থেকে ছোট ,ছেলে , মিয়ে সবারি আছে । চুল হচ্ছে এমন একটি বিষয় যা আমাদের সৌন্দর্যকে হাজার গুণবেশী আকর্ষণীয় করে তোলে । একেক জনের চুল একেক রকম ভাবে সেট করা থাকে। এই চুল আমাদের parsonality ফুটিয়ে তোলে । চুল আমাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য অতপ্রত ভাবে জড়িয়ে আছে । সঠিকভাবে নিয়ম মেনে চুলের পরিচর্যা করলে চুল পড়া রোধ করা সম্ভব । তাই চুলের যত্নে তেলের ব্যবহার অপরিহার্য । এই তেল মাথার স্কাল্ভ এর খুসকি ও ফাঙ্গাস রোধ এর জন্য খুব উপকারি ।
উপকরণ
- ১ কাপ নারিকেল তেল
- ১/২ চামুচ কালোজিরা
- ২ চামুচ মেথি
- ছোট একটি রসূন
ব্যবহার
উপরের সব উপকরন এক সাথে একটি পাত্রে নিয়ে চুলায় ভাল করে গরম করে নিতে হবে । রসূন লাল হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা করে নিতে হবে । উষ্ণ গরম তেল মাথার স্কাল্ভে ও চুল এ ভালকরে লাগাতে হবে । এভাবে ২/৩ ঘন্টা মাথায় রাখার পর শাম্পু করে ধুয়ে ফেলতে হবে ।
Yes! Finally something about Ставка на матч.
web page
Thank you