নারিকেল তেল অনেক ভাল একটি ময়েসচারাইজার। যা ত্বককে করে কমল, মসৃণ ও দ্বীপ্তময় । নারিকেল তেল অবশই খাটি হতে হবে। নারিকেল তেল একটি প্রাকৃতিক অ্যান্টিএইজিং হিসাবে কাজ করে। এটিতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন যা ত্বকের জন্য খুব উপকারী। ময়েশ্চারাইজার নারিকেল তেলে প্রচুর ফ্যাটি এসিড এবং ভিটামিন ই আছে । খাঁটি নারিকেল তেল আমাদের দেশে প্রচুর পাওয়া যায় ।
ব্যবহার
প্রথমে পছন্দমতো যেকোনো ব্রান্ডের SKIN টোনার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে । এর পর আঙ্গুল এর ডগার মাধ্যমে নারিকেল তেল ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মুখে লাগিয়ে নিতে হবে । যাদের মুখে ব্রণ আছে বা তৈলাক্ত তারা তেল লাগানোর পর নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন । নারিকেল তেল ত্বককে SOFT ও কোমল রাখে ও শুষ্কতা দূর করে । নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ দূর হবে এবং মুখে বয়সের ছাপ থাকবে না ।