ত্বকের অ্যান্টিয়েইজিংক ও বলিরেখা দূর করতে জাফরান এর ব্যবহার সেই প্রাচীন যুগ থেকেই চলে আসছে । ফর্সা ও উজ্জল ত্বকের জন্য জাফরান এর ব্যবহার বেশ কার্যকর । ভালো ফলাফল পেতে এটি সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে হবে ।
উপকরণ
- কাঠ বাদাম ৩ টেবিল চামুচ ।
- কাঁচা দুধ ২ টেবিল চামুচ ।
- জাফরান ১ চিমটি পরিমাণ ।
ব্যবহার
একটি বাটিতে ২ টেবিল চামুচ দুধ নিতে হবে । দুধের মধ্যে এক চিমটি পরিমাণ জাফরান দিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে । ২০ মিনিট পর কাঠ বাদাম পেস্ট আর জাফরান মিশানো দুধ একসাতে মিশিয়ে নিতে হবে । তারপর ফেস প্যাকটি মুখে লাগিয়ে নিতে হবে । ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে । এভাবে সপ্তাহে ২/৩ বার ব্যবহার করলেই পাবেন সুন্দর ও ফর্সা ত্বক ।