আমাদের অনেকের ঘাড়ে ও বগলে কালো দাগ থাকে যা দেখতে খুবই খারাপ দেখায়। বগলে ও ঘাড়ে নানা কারনে কাল দাগ হয়ে থাকে , তার মধ্যে প্রধান কারন হল, অনেক বেশি পারফিউম ও হেয়ার রিমুভার ব্যবহার করার কারণে এবং ঘাড়ে কালো দাগ পরে হঠাৎ অতিরিক্ত ওজন বেড়ে যাবার কারনে । এজন্য ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে ।
আসুন তাহলে যেনে নেই কীভাবে ঘরে বসেই আমরা ঘাড় ও বগলের কালো দাগ দূর করতে পারি ।
এই জন্য আমাদের যা যা প্রয়োজন হবে ঃ-
উপকরণ
- ১/৪ কাপ গরম দুধ
- গরম পানি
- নরম তোয়ালা
- ১ টি লেবু
- ১/৪ চিনি
- আলু রস পরিমাণ মতো
- বেসুন পরিমাণ মতো
ব্যবহার
প্রথমে ঘাড় ও বগল এ ভেজা কাপর দিয়ে মুছে নিতে হবে । তুলোর সাহায্যে উষ্ণ গরম দুধ ঘারে ও বগলে ভালো করে লাগিয়ে নিবো । এরপর ৫ মিনিট ম্যাসেজ করে নিব। ম্যাসেজ এর পর মুছে নিতে হবে । তোয়ালা গরম পানিতে ভিজিয়ে ঘারে ও বগলে ভাব দিতে হবে । এভাবে ৫ মিনিট রাখার পর অর্ধেক লেবুর উপর চিনি নিয়ে ঘাড় ও বগলের দাগের উপর ঘষতে হবে ৬/৭ মিনিট । ৭ মিনিট পর গরম তোয়ালা দিয়ে মুছে নিয়ে আলুর রস ও বেসন এক সঙ্গে মিসিয়ে ঘাড়ে লাগিয়ে রাখবো ১৫ মিনিট । ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলব। এভাবে নিয়মিত ব্যবহারে ঘাড় ও বগলের কালো দাগ থাকবে না ।