নারীদের বিভিন্ন ধরনের চুল দেখা যায়, ঢেউ খেলানো, কোঁকড়ানো অথবা সোজা। এর কারন হল প্রোটিনের অন্তরানবিক বন্ধন। চুল রিবন্ডিং (Hair Rebonding) মানে কোঁকড়া চুল সোজা করার একটি রাসায়নিক প্রক্রিয়া। এটি সেই সব নারীদের খুব পছন্দের যাদের চুল মোটা এবং কোঁকড়ানো আর সামলানো খুব কঠিন। এই প্রক্রিয়ায় রাসায়নিক প্রয়োগ করে চুলের ভেতরের স্তর সোজা করা যায়। আসুন যেনে নেই চুল রিবন্ডিং (Hair Rebonding) করতে আমাদের কি কি প্রয়োজন হবে ও কীভাবে করবো।
উপকরণ
- সফটেনার ক্রিম ১ নং ।
- নিউট্রালাইজার ২নং ও লোশন ৩নং ।
- গ্লাভস।
- ব্লো-ড্রায়ার।
- মোটা ও চিকোন দাতের চিরনি।
- ক্লিপ।
- সিরামিক আইরন।
ব্যবহার
স্টেপ ১
আপনি যে ব্র্যান্ডের কিট ব্যবহার করবেন তার ব্যবহার বিধি পড়ে নিন, বিভিন্ন কম্পানির প্রডাক্ট এর ব্যবহার বিধি ভিন্ন হতে পারে। প্রথমে আপনি যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যাবহার করে অভ্যস্থ সেই শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে কটকটা করে শুকিয়ে নিতে হবে। এরপর চুল আয়রন করে নিতে হবে ৩০ মিনিট। ৩০ মিনিট পর সফটেনার ক্রিম ১ লাগাতে হবে। ক্রিম লাগানোর আগে হাতে গ্লাব লাগিয়ে নিতে হবে। এরপর ভালকরে চুল আচড়িয়ে অল্প অল্প করে চুল ভাগ করে, ক্লিপ লাগিয়ে নিয়ে চুলের গোড়া থেকে ১ ইঞ্চি উপর থেকে ক্রিম পুরো চুলে লাগিয়ে নিতে হবে। এভাবে মাথার পুরো চুলে ক্রিম দিয়ে কভার করে নিতে হবে। ক্রিম ১ অনেক সাবধানে লাগাতে হবে। যেন মাথার স্কাল্ভে না লাগে। মোটা দাতের চিরনি দিয়ে চুল আচড়িয়ে straight করে রাখতে হবে। ক্রিমটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। আয়রন করার উপযোগী হয়েছে কিনা তা বুঝার জন্য ৫/৬ টি চুল নিয়ে টেনে দেখতে হবে। যদি চুল টেনে রবারের মত লম্বা হয়, তাহলে বুঝতে হবে এখন আয়রন করার উপযোগী হয়েছে। এরপর শুধু নরমাল পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে।
শুকনো তোয়ালা দিয়ে চুল মুছে নিয়ে, হেয়ার-ড্রাই দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর চুল কয়েক ভাগে ভাগ করে নিয়ে অল্প অল্প করে চুল নিয়ে সিরামিক আয়রন এ পুরো হিট দিয়ে আস্তে আস্তে ৪/৫ ঘন্টা সময় নিয়ে আয়রন করতে হবে। চুলের রং যখন চকচকে গ্লেসি দেখাবে তখন বুঝতে হবে আয়রন করা হয়ে গিয়েছে। ২ নং মেডিসিন লাগানোর আগে চুল যত আয়রন করবেন চুল তোত স্মুথ,গ্লেসি ও straight হবে। ২ নং মেডিসিন লাগানোর পর যতই আয়রন করেন কোন কাজ হবে না।
স্টেপ ২
আয়রন করা শেষ হয়ে গেলে ২ নং মেডিসিন নিউট্রালাইজার লাগিয়ে নিবো। ১ নং মেডিসিন এর মতন করে। নিউট্রালাইজার ৪০ মিনিট লাগিয়ে রাখতে হবে। ৪০ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কোন শাম্পু বা শাবান লাগানো যাবেনা। চুল মুছে নিয়ে ব্লো-ড্রাই করে আবারও ১ ঘণ্টা আয়রন করে নিতে হবে। বাস হয়ে গেল রিবন্ডিং।
সতর্কতা
- রিবন্ডিং করার দিন থেকে ৪ দিন পর্যন্ত পানি/শাম্পু কোনকিছু লাগানো জাবেনা।
- চুলে হেয়ার ক্লিপ, ব্যান্ড, ব্যাবহার করা জাবেনা।
- ৪ দিন পর্যন্ত চুল বাধা যাবেনা।
- কানের পীঠে চুল নিয়া যাবে না।
- চুলের ভিতর ঘেমে যেন না যায়।
- প্রয়োজনে একটু পর পর চুল চিরনি দিয়ে আচড়িয়ে নিবেন।
৪ দিন পর ৩ নং মেডিসিন চুলে লাগিয়ে নিতে হবে পূর্বের মতো এবং ৪০ মিনিট লাগিয়ে অপেক্ষা করতে হবে। ৪০ মিনিট পর শাম্পু করে ওয়াস করে ফেলতে হবে।